শিল্পী সে তো অনেক কিছু
গানের পাখি যারা
ভক্ত কুলের মনটা ভরায়
শিল্পী হলেন তারা।
নামের সাথে নাম মিলেছে
পড়ছি বিপাকে
বেহাল দশায় পড়ে এখন
ডাকছি দিপাকে।
তাল তলাতে যায় না পাওয়া
কাঁচা পাকা তাল
কচু ক্ষেতে যায় না পাওয়া
কচুরি আর খাল।
তাল গাছেতে তাল পাওয়া যায়
বেল গাছেতে বেল
রুক্ষ মাথা খালি থাকে
তেলের মাথায় তেল।
গাই না আমি কোকিল কন্ঠে
গান কবিতা লিখি
গুণী জনের সাথে থেকে
একটু আধটু শিখি।
ভুল করিয়া বলো নাকো
গাও না একটা গান
ডুববো তবে লাজ পুকুরে
যাবে শেষে প্রাণ।