সেই দিনই হেসেছিলাম
শেষ হাসি নতুন জীবন শুরুর দিন
আর কোনোদিন হাসিনি
আজও না।
বৃষ্টির মতোই মুষলধারে ঝরে যায়
হৃদয়ের কান্না
কাঁদি,হাসি কখনো
বিষন্নতা আঁকড়ে ধরে।
রাতের ঘন আঁধারে আনন্দ খুঁজে নেই
খুঁজে নেই জীবনের স্বাদ, বিস্বাদ
আর হাহাকারের প্রতিধ্বনি।
জীবন যেখানে যেমন
পানির ন্যায় বৈচিত্র্যময় আকৃতি ধারণ করে
এখন আর স্বপ্ন দেখি না
স্বপ্ন ও আমাকে খোঁজে না
নীরবেই বয়ে যাই নদীর মতোন।