আমি যদি যাই গো মরে
কেঁদো না দরদী
আমায় শুধু মনেরেখ
বন্ধু নিরবধি ।
ভুল গুলো সব ক্ষমা কর
দু’হাত তুলে বলি
মমতারই বাঁধন ছেড়ে
যখন যাব চলি ।
মলিন মুখে থাকবে চেয়ে
আমার সোনামণি
সাগর হবে চোখের পানি
জানি গো মামণি ।
শেষ বিকালের সূর্য যখন
হঠাৎ যাবে ডুবে
ভাই-বোন কত আত্মীয় স্বজন
সোহাগ দিয়ে ছুঁবে।
ব্যথারই ঢেউ জাগে যে তাই
পরাণেরই তলে
সবাই যাব একই পথে
ডাকছে সে কোন ছলে ৷