শেষ বিদায়ের আগে বন্ধু দিও আমায় দেখা
দূরে যদি যাও গো চলে হবো আমি একা।
ভালোবাসি ভালোবাসি বলবে না তো কেউ
এই জীবনে জনম ভরে থাকবে দুঃখের ঢেউ!
তোমার মতো কে ডাকবে গো এতো মধুর সুরে
ভাল্লাগে না প্রিয় বন্ধু থাকো যদি দূরে।
সুখে দুখে ডাকি তোমায় পাই না তবু দেখা
ব্যথা দিও না রে বন্ধু মন করো না বাঁকা ।
সহজসরল মনটা আমার কাঁদে সারাক্ষণ
পৃথিবীতে বাঁচার সাধ যে জাগে আজীবন
দেখলে তোমায় শান্তি মিলে না দেখলেই ফাঁকা
বেঁচে যদি থাকি ভবে আবার দিও দেখা।