যাচ্ছে সময় কমছে আয়ু ভাবছো বসে বসে
দিন যে গেলো সন্ধ্যা হলো গড়মিল হিসেব কষে।
অর্থকড়ির পিছে ছুটো গড়ছো দালানকোঠা
কালোটাকা সাদা করে কামাইছো টাকামোটা।
মা- বাবার নাম ডুবাইছো চলছো বিপথে
যাইবার বেলায় ছাড় পাবে না যাবে কোন রথে!
সময় থ্কতে হাল ধরোনি হেলায় গেছে দিন
শোধ হলো না কারও বোঝা বেড়ে গেলো ঋণ।
কিছু সময় পাও গো যদি সাথে কিছু নিও
চাইবে যাহা আঁধার ঘরে হাত বাড়িয়ে দিও।