শান্ত শিষ্ট সেই মেয়েটি
অস্থির তারই চলা
খিলখিলিয়ে হাসে সে যে
উচ্চ তারই বলা।
হরিণ নয়ন সেই মেয়েটির
দেখতে লাগে ভালো
ম্যাচিং ম্যাচিং সাজুগুজু
ছড়ায় চান্দের আলো।
রসের কথায় ভরে হাঁড়ি
শুনতে ভীষণ মজা
মাঝে মাঝে সেই মেয়েটি
চায় যে খেতে গজা।
দুষ্টমিতে কাটুক এমন
থাকুক মজায় বেশ
কাজের মাঝে একটু মজার
লেগে থাকুক রেষ।