ঐ পাড়ার লোক
এই পাড়ায় আসে
লুটেপুটে নিয়ে
খকখকে কাশে।

যদি কিছু বলি
মুচকি মুচকি হাসে
নেহাতই কাছের লোক
থাকুক আসে পাশে।