স্বাধীনতা তুমি
রবি ঠাকুরের গান
নজরুলের বিদ্রোহী কবিতা
বীর বাঙালীর এক সাগর রক্তের দান।
স্বাধীনতা তুমি সহস্র মায়ের অশ্রু
বাবার আর্তনাত।
স্বাধীনতা তুমি
শেখ মজিবের ৭ই মার্চের ভাষণ
প্রিয়জনের রক্তের হোলি,
বাংলাার সংগ্রামী মানুষের প্রাণ।
স্বাধীনতা তুমি
ভোরের রোদেলা হাসি
রক্তক্ষয়ী লাল সবুজের নিশান।