ভালোবাসার অধিকারে ছুঁয়ে দিও
আলতো করে হৃদয়খানি প্রিয়ে,
যাতে ভোগের পণ্যের স্বাদহীন
রোশনাই ঝলমল করে পরাণ।
সফেদ বিছানা কেঁদে উঠে যখন
বিরহে কাতর হয় দক্ষিণ হাওয়া,
কর্ণপথে ফিসফিস করে জানান দেয়-
তার না ফেরার খবর,এই বিদুরতাই প্রেম।
দুটিপথ এক হয়েও এঁকেবেঁকে চলে
দু'দিকে হারায় অসমাপ্ত আত্মজীবনী।
কিছু মিল অমিল পরস্পরকে বিচ্যুত
করে কালের স্রোতের বিপরীতে।