ছেঁড়াখাঁড়া স্বপ্ন ভেঙে
উচ্ছ্বাস জাগানিয়া পোয়াতি সময়কে
আঁকড়ে ধরি,
অনাবিল সুখ তার চরণরেণুতে
অমসৃণ ত্বক,বর্ধিত নখ কেটে
টপাটপ কোমলতার বিন্দু আঁকি
ছোট্ট ছোট্ট আঙুলে।
টলানো ভাব আন্দোলিত হয়ে
তরান্বিত করে মোড়ানো ত্যাঁদড়
বাসনাকে, মুহূর্তেই জুবুথুবু হয়
আলোকিত ভোরের মানুষমন;
গুটিয়ে নিই নিজেকে।
দোধারি মন উথলিত হয়
দলিত স্বপ্ন কুড়াই অহর্নিশ,
নওয়াবি যৌবন খুঁজে ফিরে
অনন্তকাল ধ্রুবলোকের
নিতান্ত আপনজন।