ছেলেটা একলা ঘরে একা একাই খেলা করে
যদিও নাম খোকা ডাকে সবাই বোকা
বাবাটাও চাকরি করে মাও নেই ঘরে
খাবার খায় কুকুর ছানা পেটে নেই একটি দানা।
একা একাই স্নানটি সেরে গায় গান গলা ছেড়ে
ছবি আঁকে আপন মনে কথা বলে পাখির সনে
বাহিরে এক মস্ত তালা এটাই তার ভীষণ জ্বালা
এমনই জীবন কতো শিশুর গল্প নয় শুধুই মিশুর।