পাশের বাড়ি থাকে আমার বন্ধু শ্যামরায়
তার লাগিয়া মনটা কাঁদে প্রাণটা জ্বলে যায়।
মাঝে মাঝে দেখা হলে আড়চোখে তাকায়
এখনও সে আছে নাকি আমারই আশায়।
কলেজেতে যখন আমি ফাস্ট ইয়ারে পড়ি
ভালোবেসে দিয়েছিল সুন্দর একটা ঘড়ি,
প্রেম-পিরিতি তখন আমি তেমন বুঝতাম না
তাই হয়তো তারই সাথে ভাবটা হলো না।
বিয়ে করে এখন আমি থাকি অন্যের ঘরে
ভুলে গেছি সবই স্মৃতি কিছু মনে না পড়ে,
ছাত্রজীবন সুখের ছিল আনন্দে থাকতাম
পাখির মতো ডানা মেলে উড়ে বেড়াতাম।