এই কি শুরু হলো চারদিক
হাসির ঝলকানি ফিকফিক
সুযোগ পেলেই নেয় ক্যামেরা
ফর্সা - কালো যাই হোক চেহারা।
সেলফি স্টিক একটু উঁচিয়ে
চোখ ট্যারা আর মুখ বাঁকিয়ে,
সেলফিটা হয় যেনো হাসিয়ে।
যদি যায় কেউ বাদ নেই রক্ষা
ধাপুসধুপুস পিঠে ছক্কা।
যেখানে সেখানে সেলফি তোলা চাই,
জায়গার দিকেতে কোনো খেয়াল নাই
কোথা হতে এলো এই সেলফি!
তুলতে লাগে না যে কোনো ফী।
যতো রকম আছে আড্ডা
গলির পথে বা গুলশান বাড্ডা,
যেমনই হোক ছবিটা নেই কোনো মানা
দৌড়ঝাপ করে দেয় সেলফিতে হানা।
খুশিগুলো এভাবেই হৃদে পড়ে জমা
হয় যদি কোনো ভুল করে দিও ক্ষমা।