প্রতি মুহূর্তে অশ্রুসিক্ত হই একাকীত্বের প্রহরে
প্রহর গুণতে গুণতে ক্লান্তিতে হঠাৎ চমকে উঠি
উঠি জেগে বারবারই একই বিষাদে ভরে মন
মন কাঁদে তাঁর বিরহে কেউ রাখে না খবর।

খবর জেনে নিও ফাগুন হওয়ার কাছে
কাছে কিংবা দূরে রও আছো মনের গহিনে
গহিন বনে নির্জনে আরাধনা করে যাই
যাই স্বপ্ন বিভোরে তোমায় ভালোবেসে।

ভালোবেসে মহাকালের গহ্বরে হারাই
হারাই নিজেকেই খুঁজে পাবো বলে তোমায়
তোমায় বিরহী মেঘের ছায়ায় আগলে রাখি
রাখি বিমলতায় নিটোল বিশ্বাসের মাঝে।      

  
(বিঃদ্রঃ রুমেলা ছন্দ
প্রথম লাইনের শেষ শব্দ দিয়ে দ্বিতীয় লাইন শুরু
2য় লাইনের শেষ শব্দ দিয়ে তৃতীয় লাইন শুরু
তৃতীয় লাইনের শেষ শব্দ দিয়ে চতুর্থ লাইন শুরু...)


ইবরাহিমপুর,ঢাকা
২৬ শে ফেব্রুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ