২৯.
তোমার নামে দিবারাতি করি প্রার্থনা
তোমার জন্য তাই তো আমার সকল আরাধনা
তুমি বিনে নেই যে গতি আল্লাহ মালিক শাই
দয়া করো প্রভু আমায় শোনো বন্দনা।

৩০.
নেক হায়াতই  দান করিও বলি তোমারে
যতো গোনাহ মাফ করিও শোনো মাওলারে
আমি পাপী সর্বনাশী পাপের নাইকো শেষ
ঈমান নিয়ে চাই যে মরতে দয়া করো আমারে  ।