১.
বাড়ছে আবার করোনা যে হচ্ছে ভীষণ ভয়
স্বাস্থ্যবিধি মানতে হবে হেয়ালি আর নয়
আসুন সবে মাস্ক পরি বিধিবিধান মানি
পণ করি তাই সবে মিলে ভয়কে করবো জয়।
২.
খোকা খুকী তোমরা কোথায় বলছি শুনে যাও
মশা থেকে দূরে থাকতে মশারি টানাও?
বড়র কথা শুনতে হবে মনে রেখো তাই!
অনেক বিপদ হবে নইলে খবর শুনে নাও।
৩.
ভাইয়ের কাছে বোনের বায়না থাকে চিরদিনই
বোনেরা তাই ভাইয়ের কাছে যেনো চির ঋণী
আসুক যতোই ঝড় আর তুফান হোক না শিলাবৃষ্টি
সম্পর্কটা এমন মধুর যেনো নুনে চিনি।
৪.
বাড়ছে আবার করোনা যে হচ্ছে ভীষণ ভয়!
স্বাস্থ্যবিধি মানতে হবে হেয়ালি আর নয়
আসুন সবে মাস্ক পরি বিধিবিধান মানি
পণ করি তাই সবে মিলে ভয়কে করবো জয়।
৫.
খোকা খুকী তোমরা কোথায়? বলছি শুনে যাও-
মশা থেকে দূরে থাকতে মশারি টানাও।
বড়র কথা শুনতে হবে মনে রেখো তাই!
অনেক বিপদ হবে নইলে খবর শুনে নাও।
৬.
কদম ফুলের ভাঁজে ভাঁজে পরশ মেখে রাখি
সেই সুখেতে সুর তুলেছে সোনার ময়না পাখি
বৃষ্টি ভেজা কদম পাতায় শুকাই ভেজা চুল
চুলের সুবাস ছড়ায় হাওয়ায় বলে বিহগ ডাকি।
৭.
আসুক ফিরে রঙিন আলো জ্বলক ঘরে ঘরে
বাঁধা যতো ভেঙেচুরে জাগুক নতুন করে।
এমন করে আর কতদিন ঘরে বসে রবে
মনের জোরে ফিরুক আবার দোয়া সবার তরে।
৮.
ভাঙা ঘরে চাঁদের হাসি সদা লেগে রয়
একা একা চাঁদ কুমারী কতো কথা কয়।
বধূরূপে সাজবে বলে কতোই স্বপ্ন দেখে
আসবে কবে চাঁদের কুমার ভেবেই আকুল হয়।
৯.
চেনা জানা মানুষগুলো থাকে দূরে দূরে
ব্যস্ততারই মাঝে কভু ডাকি সুরে সুরে
এমন করেই ফুরাবে দিন কেটে যাবে বেলা
যতন করে স্মৃতিরোমন্থন রাখি যেনো মুড়ে।
১০.
মা যেনো এক সোনার মুকুট আঁধার ঘরের বাতি
ভাল্লাগে না মাকে ছাড়া কাটে না দিনরাতি
মায়ের মতোই এতো আপন ভবে কেহ নাই
মাকে সবে ভালোবাসো হে মানব জাতি।