২১.
লাথি মেরে ভাঙতে হবে দারিদ্রের ঐ চাকা
হারবো না আর বীর বাঙালী আওয়াজ তুলে ফাঁকা।
ফলজ গাছটা ফলের ভারে যেমনে নুইয়ে পড়ে
তেমন করেই সোজা হয়ে তুলে নে রে ঝাঁকা।
২২.
মানচিত্রটা সোনা দিয়ে সোনাই মুড়েছিল
রক্ত দিয়ে জব্দ করে শত্রু তাড়াই ছিল
সোনার মুকুট মাথায় নিয়ে সবই ভুলে গেছে
মুক্তিযোদ্ধা দেশ গড়াতে সবই হারাই ছিল।