১৭.
ক্ষুধার জ্বালায় ছটফট করে গলির বানু খালা
মনটা তখন হাহাকারে হৃদে ধরে জ্বালা
ক্ষুধার মুক্তি কষ্টের দহন তীব্রতর হলে
লাথি মেরে ভাঙবেই তখন মনুষ্যত্বের তালা।

১৮.
আঁতুড় ঘরে বাঁতুর দিলে জ্বলবে নীতির আলো
আগলা পশু পাগলা হবেই চারিদিকে  কালো
কুঁড়িযুক্ত ডাল ছেঁটো না আশার প্রদীপ জ্বলুক
যতন পেলে আগাছাতেও ফুটিবে ফুল ভালো।

১৯.
ভালোবাসা জটিল অংক মিলানো কঠিন
সহসা সে দেয় না ধরা, যায় দিনের পর দিন
কখনো বা কড়া নেড়ে দেয় যে সূর্যের হাসি
এমনতরো ভালোবাসা বাঁচুক অমলিন।

২০.
ভাবছো বসে জিতে গেছো পরের ক্ষতি করে
সুক্ষ্ণচালে মেদ হীন  প্রাণে দুঃখ দিলে ভরে
আসল কথা প্রভু কভু যায় না ঘুমে
পড়বে ধরা বিধির খেলায় আগে-পরে।