ফুড পান্ডাতে ফুড আসেনি
আসলো দুইটি রোজ
ডেলিভারি বয় এসে তাই
করলো সুইটির খোঁজ।

বেলকনিতে বসে বসে
এমন দৃশ্য দেখে
গোলাপ ফুলের সৌরভ নিলাম
আমারই গায় মেখে।

মুগ্ধ হয়ে জানতে চাইলাম
বাসা নম্বর কতো?
আমার গেটে তাকালো সে
বলল আপনার যতো।

অবাক হয়ে বললাম আবার
নামটি কি ভাই তার?
ফোনটা রিসিভ করলো এবার
ফুল আসিলো যার।

বুঝে নিলাম এমন কপাল
ভাগ্যগুনে হয়
দূরে থেকেও অনলাইনেতে
খুব কাছেতে রয়।

  

(বি:দ্র: যারা ভালোবাসা দিবসের ঘোরে, তাদের জন্য উৎসর্গিত। শুভেচ্ছা সবাইকে।)