কতো কথা বলো প্রিয় মনের ঘরে এসে
কল্পলোকে তোমার ছবি ডানা ঝাঁপটে বসে,
অবুঝ মনে রঙিন স্বপ্ন ডানা মেলে উড়ে
বাবুই পাখি বাঁধে বাসা তোমায় মনে করে।
অল্প কথায় গল্প বলে ফুরায় না যে কথা
কেমন করে বলি বলো মনে কতো ব্যথা।
স্বপ্ন বুনি রঙ তুলিতে মনেরই ক্যানভাসে
এদিক ওদিক খুঁজে মরি চাঁদ দেখে তাই হাসে।