রইবো না আর দূরে দূরে থাকবো দু'জনে
নতুন করে বাঁধবো বাসা পাখির কূ'জনে
আসুক যতো বাঁধা তেড়ে ধরবো শক্ত করে
ভালোবাসার বাঁধনেতে তুলবো বিশ্ব গড়ে।
ধনী-গরিব, বয়স-স্ট্যাটাস তুচ্ছ প্রেমের কাছে
বুক ফুলিয়ে তাই তো বলি ভালোবাসা আছে
ভয় করি না সমাজ সংসার ভয় করি না দাঙ্গা
মনোবলে চলবো মোরা থাক না মনটা ভাঙ্গা ।
আবার যদি আসি আমি পৃথিবীতে ফিরে
আকাশ হয়ে জন্ম নেবো রাখবো তাকে ঘিরে
উচ্চস্বরে বলি আজই ভালোবাসি প্রিয়
নিঃস্ব আমি দু-হাত পেতে কাছে টেনে নিও।