জং ধরা সাইকেলে বসে খেলে শিশুমন
অফিস করা সাহেব ম্যাডাম ঘরের কাজে দেয় মন।
কাজের বুয়া ঘুমের ঘোরে থালা বাসন মাজে
পায়ের উপর দুই পা তুলে বেগম বেগম সাজে।
বুড়ো-বুড়ি পানের বাটায় জর্দা খয়ের খোঁজে
বাইরে যাওয়া বন্ধ এখন কলেজ পড়ুয়া বোঝে।
বড় সাহেব করে খিটখিট যায় তবু বাজারে
বাবাওয়ালা পাগলরা পড়ে থাকে মাঝারে।
মায়ের হাতের মজার খাবার বসে খায় খোকা খুকি
পাশের ঘরের পেটুক ছেলে দেয় শুধু উঁকিঝুকি
মধ্যবিত্ত ডাল ভাত খেয়ে মেনে যায় লক ডাউন
খেয়ে দেয়ে কেউ বা ভুরি করে গোডাউন।
পথশিশু দেয় দৌড় ত্রাণের গাড়িটার পিছুপিছু
বয়সের ভারে কেউ দৌড়ে পিছে পড়ে পায় না কিছু।
কেউ আবার না খেয়ে পেটে বাঁধে ছেঁড়া গামছা
আবোল তাবোল বলে আবার নীতির কিছু রামছা।