পুড়ছি আমি তোর বিরহে, মরছি ধুঁকে ধুঁকে;
দাবানলের তীব্রদহন জ্বলছে আমার বুকে।
বলেছিলি কতোই কথা স্বপ্নের জাল বুনে,
খুশির দোলা লাগতো তখন স্তোস্ত্রগীতি শুনে।
শুনতে কি পাস, নোনা জলের কলকলানির ধ্বনি-
আর্ফিয়াস আর ইউরিডিসের পৌরাণিক কাহিনী?
কেমন করে পারিস রে বল, জ্বালাস দুখের ধূপ;
আছি আমি আগের মতোই, বদলেছে তোর রূপ।
হচ্ছে মিছিল অহর্নিশি বুকের শহর জুড়ে,
কাঠঠোকরার মতোই আজি খাচ্ছে খুঁড়ে খুঁড়ে।
জীবন কি রে এমনই হয়? হয় না পূরণ সব?
পাখপাখালির মতোই করি নিত্য কলরব।