ঘর পুড়িলো মন পুড়িলো
পুড়লো সম্পদ যতো
ইদের আগেই লাগে আগুন
বুকে হয় যে ক্ষত।
এমন আগুন ইদের আগেই
লাগে অহরহ
কারো মনে দাগ কাটে না
হয় না অর্থবহ।
রঙিন চুড়ি ফিতা স্নো আর
লিপস্টিকের গায়ে
লেপ্টে থাকা হাতের ছাপের
ধ্বংসস্তুপ আজ পায়ে।
সুখ পুড়িলো অগ্নিশিখায়
দুখ হলো যে স্থায়ী
লিখছি আজই পেটের কথা
মানছে না মন তা-ই-ই।