সময় পাই অল্প
লিখি না গল্প
হঠাৎ দেই ডুব
ভাসি চুপচুপ।

আমি নই কবি
কবিতার ছবি
পড়লেই খুশি
লেখাটাই হবি।

সব ফোন ধরি না
ডাকাডাকি করি না
ঢাকাতে বাড়ি না
কারো সাথে আড়ি না।

নিন্দুকেরে বাসি ভালো
ঘৃণা তারে করি না
ধরলে ভুল তার পিছে
একদমই পরি না।

বোকা আমি  মূর্খ বেশ
তর্ক জুড়ি না
খাই ডাল ভাত
বয়স কুড়ি না।

ছবি হয় সুন্দর
চেহারা ভালো না
তাই বলে আমি তো
একদমই কালো না।

লেখাতে দেই মন
কোনো কাজে ফাঁকি না
বড়লোক ভাব নাই
ছবি তার আঁকি না।

যে যাই বলুক
আমি কিছু বলি না
দুষ্টু যেইজন
তার সাথে চলি না।

ক্রিং ক্রিং টেলিফোন
রাত-বিরেতে
মেজাজটা খিটখিট
যন্ত্রণা নীড়েতে।

পেশাতে শিক্ষক
পাই সম্মান
টাকা বেশি নাই থাক
তাতে কি আসে যায়।

সংসারী হয়ে আছি
খুশি থাকে মনটা
ছেলেপুলে নিয়ে বেশ
কেটে যায় ক্ষণটা।