প্রিয় বলে দুঃখটাকে দাও চাপা দাও বুকে
পড়শী বুঝুক মাশাআল্লাহ আছো কতো সুখে!
কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে লাভ কি বলো আছে?
আমার যতো ভালোবাসা জমা তোমার কাছে।
ঐ আকাশের চাঁদের সঙ্গ পায় কি বলো মাটি?
আজন্মকাল রবোই তোমার মন যদি হয় খাঁটি।
আকাশ যেমন দূরে থেকেও জমিনে যায় মিশে
ভালোবাসার কমতি কোথায়? ঘাটতি বলো কিসে?
তেমনি করে সাত সমুদ্র, তেরো নদী করবো পার
বন বনানী পাহাড় পর্বত করবো মিলে একাকার।
আমরা কি আর মানুষ বলো? এই দুনিয়ার মাঝে?
বৈচিত্র্যময় জীবন সংসার আমাদের কি সাজে?
আমি বলি-
রাখো তোমার সমাজ সংসার মানুষেরই কথা
দুঃখ তোমার ঢাকবে কে আর,করবে লাঘব ব্যথা?
হাসবে তারা তোমার দুঃখে কাঁদবে দেখে সুখ
সমাজ নীতি বড়োই জটিল সারবে না তার অসুখ।