শীতে কাঁপছি থরো থরো
বলছি মাকে ডেকে
দুটো কম্বল দিয়েও কেনো
যাচ্ছি শীতে বেঁকে।
তোমারো কি লাগছে মাগো
আমার মতো শীত
একটু খানি শোনাও না মা
পথশিশুর গীত!
আমার মতো ওরাও কি মা
শীতে এমন কাঁপছে
শরীর গরম হলে কি মা
ওদের জ্বর কেউ মাপছে?
আমরা যদি একটু রাখি
শীতে ওদের খোঁজ
হয়তো তারাও থাকবে ভালো
কাটবে ভালো রোজ।