আজ ৩ ডিসেম্বর ১৬ ,মায়ানমারে গণহত্যার প্রতিবাদে প্রেসক্লাবে কাব্যকথা সাহিত্য আয়োজিত কবিদের মানববন্ধন সফলভাবে অনুষ্ঠিত হয়।
উক্ত মানব বন্ধনে কাসাপের প্রতিষ্ঠাতা জালাল খান ইউসুফী সহ সকল কবি সদস্য এবং বাংলা কবিতার প্রিয় কবি কবীর হুমায়ূন, কবি খায়রুল আহসান,কবি মনিরুল ইসলাম (মনির),কবি মনিরের প্রিয় বন্ধু রাসেল,কবি সিমন চন্দন বৈরাগী এবং আমি উপস্থিত ছিলাম।
উক্ত মানববন্ধনে উপস্থিত কবিগণ স্বরচিত কবিতা আবৃত্তি,গান গেয়ে মানববন্ধন মাতিয়ে তোলেন। বাংলা কবিতা .কমের কবি কবীর হুমায়ূন বক্তব্য রাখেন এবং স্বরচিত অসাধারণ কবিতা আবৃত্তিতে মানববন্ধন মুখরিত করে তোলেন।
পরিশেষে আমরা সকল কবিগণ চা আড্ডায় অংশ গ্রহণ করি।এখানে উল্লেখ্য যে সৌজন্যে কবি কবীর হুমায়ূন ছিলেন।আমরা সকলে অসাধারণ ভাবে প্রতিটি মুহূর্ত কাটিয়েছি।
আমার আহ্বানে সাড়া দেয়ার জন্য প্রিয় কবিগণের কাছে আমি কৃতজ্ঞ।
আপনারা সারা না দিলে এটা সম্ভব হতো না।আমার পক্ষ থেকে সকলকে অভিনন্দন।
বি:দ্র(আসরের কবিগণের কাছে শেয়ার করে সকলে মিলনমেলার আনন্দ ও রোহিঙ্গাদের বেদনা ভাগ করে নিলাম।)
ধন্যবাদান্তে,
রুনা লায়লা