কিছু কিছু বাবা-মা'রা
ভীষণ রাগী হয়
কথায় কথায় সারাদিনই
কড়া কথা কয়।
পড়তে বসলে লিখতে বলে
লিখলে বলে পড়ো
খেলাধূলা ছেড়ে দিয়ে
জীবনটা গড়ো।
টিভি দেখলে রিমোট ভাঙে
মোবাইল ধরলে বকা
ধর্ম কর্ম করতে বলেন
ছড়াতে আলোকছটা।
শাক-সবজি খেতে বলে
ডালের সাথে মেখে
এসব খাবার সামনে দিলে
কাঁদে বসে দেখে।
বন্দী ঘরে কচিকাঁচা
ভীষণ কষ্ট আছে
অতি শাসন অতিরিক্ত
সোহাগে নিন কাছে।