চরণ- ১৫, স্তবক-৩
অন্ত্যমিল - ককখগগ,
(যেকোনো ছন্দে ৮/১০/১২/১৪/১৫ মাত্রা
পর্যন্ত হতে পারবে।)
বিড়াল নিখোঁজ
রুনা লায়লা
বিড়াল নিখোঁঁজ চারিদিকে রোল পড়েছে
চিপাগলি চাপাগলি খোঁজ করেছে
ঢোল পেটালো মামলা হলো দেয় বিজ্ঞাপন
এমন করেই হট্টগোলে গেলো ক'দিন
খোঁজে পেলো পোষা বিড়াল মাত্র ন'দিন।
হঠাৎ করেই নিখোঁজ হলো গরিব মেয়ে
করিম চাচা বছর ভরে পথটা চেয়ে
দুঃখ পেলো গরিব বাবার মেয়েই আপন
কেউ বলেছে নষ্ট মেয়ে জাত ভালো না
কেউ বলেছে চলাফেরার ভাব ভালো না।
মেয়ের দুঃখে মরে গেলো বাবা তাহার
আল্লাহ দেখো বলল কেঁদে পায়নি আহার
কাঁদতো শুধু আদালতে নিয়ে কাফন
অবশেষে মরার সময় গেলো কয়ে
ফিরবো আবার পৃথিবীতে বিড়াল হয়ে।