পোয়াতি সময় পুরানো দিনকে ভীষণ রকম কাছে টানে;
তার খিলখিল হাসির বীণাতে পাখিরা গাইতো প্রেমের গান।
মায়াবী চাহনি বুকের ভিতরে তোলপাড় করে দিতো সব,
নয়ন মুদিয়া প্রজাপতি হয়ে ডানা মেলে দূরে উড়ে যেতাম-
সাত সমুদ্র তেরো নদী পাড়ে রাজ পুত্রের অতি কাছে।
আমাদের প্রেম বিশুদ্ধ ছিল অমলিনতার ছাপহীন,
চাওয়া-পাওয়ার লোভ ও লালসা কিছুই ছিল না; দুজনার।
দুজন ছিলাম শুধু দুজনার সে এক তীব্র আকর্ষণ
চোখের আড়াল হলেই বাজত দুঃখ বীণার সুরলহরী
'হ্যালো' শুনলেই হৃদয়ে সুখের আভাসের হতো অনুরণন।