একটি স্বপ্ন হতাসা গ্রস্থ অবস্থায় যখন তলিয়ে যাচ্ছিল
তখন সে হঠাৎ আলেকরশ্মি হয়ে এ হাতটি ধরেছিল,
আর বলেছিল ভরসা রাখো তারই উপর,বিশ্বাস ও সাহস
নিয়ে চলতে শেখো।
দুঃখ নিয়েই নাকি অনেকটা পথ যাত্রা করা যায়,
যা সুখ নামক বস্তুটি পারে না,ব্যর্থতায় ছেঁয়ে যায়।
আর আপন শক্তি থাকলে আলো হয়ে পথ বার্তাবে;
নিজেকে ছোট ভাবার মতো হীনমনতা যেনো না দেখাই।
বরাবরই মিথ্যা কে দূরে রাখি,মোটেই প্রশ্রই দেই না।
কিন্তু সত্যে কে আপনা করতে গিয়ে আজ-
আমি কঠিন বাস্তবতার সম্মুখিন।
পরানখানি চতক পাখি হয়ে উঠেছে ,যা কাউকে
দেখাতে বা বলার মতো স্থান নেই।
বুঝে নিও।কেন এই পিছুটান ...