ভীষণ রকম পড়ছে মনে
পেছন দিনের গান
ঈদ এসেছে ঈদ এসেছে
নেচে উঠতো প্রাণ।
নতুন সকাল আসবে কবে
ভাবি নিরালায়
ভাল্লাগে না এমন জীবন
কী করিবো হায়!
পিঁপড়ে জীবন পার করেছি
লকডাউনের ফলে
কেউ বা আবার অকারণে
দিচ্ছে সবই জলে।
আবার যদি পুরান জীবন
ফিরে পেতে চাই
বন্দী হয়ে থাকতে হবে
কোনো উপায় নাই।