বন্দী হয়ে বসে আছি উঁকিঝুঁকি দেই না,
মজুদ করা খাবার-দাবার চাপটাও তেমন নেই না।
ঘরে বসে ম্যাজ ম্যাজ করে অলস দেহখান
খোলা হাওয়ায় মুক্ত হতে চায় যে মানুষ প্রাণ!
হঠাৎ করেই থমকে গেলাম রাজপথে নেমে
ফুটপাতের ঐ কতো মানুষ কাঁদছে না খেয়ে।
ধূলোয় শুয়ে ঘুমায় শিশু, শ্রমিক পেটের ধান্দায়
করোনাতে মরছে মানুষ সমাজও কান্দায়!
লোভ দেখানো সাহায্যে ভাই ধনীরা লাইভে
মধ্যেবিত্ত লজ্জা ঢেকে কেমন করে চাইবে?
গরীব দুঃখী অন্ন খোঁজে হন্য হয়ে হায়
একমুঠো চাল হাতে পেয়ে পুলকে হারায়।
প্রতিবেশীর খবর বাদে গেছি পথের বাটে
দুদিন ধরে খায় না ভাত আমার পাশের ফ্লাটে।
রুদ্ধদ্বারে কেমন আছে আপনার প্রতিবেশী?
করোনাতে পাশে থাকুন খোঁজ নিন বেশি বেশি।