বললে কথা হয় ইতিহাস
চুপটি করে রই
চটকে মুখে ঘাম লাগিয়ে
লুকিয়ে সব থই।

থাকনা এসব যাকনা কেটে
বয়স হইছে তার
হাজার চাপে থাকবে মনে
খবর কতো আর।

এই শোনো রে কই গেলো রে
গলার উপর চাপ
কর্তা হতে গেটের পুষি
পায় না বাপু মাফ।

কখন কী যে বলে কথা
নিজের মনেই নেই
বলার সময় অন্য কারো
বলারও উপায় নেই।

আরে বাবা কাজের মানুষ
অস্থির হলে চলে
ঠান্ডা মেজাজ খিটখিটে নয়
লোকে পাগল বলে।

বলব কি আর অধম আমি
দুইটাকার নেই মূল্য
দাম থাকে না প্রমাণ ছাড়া
হয় না কিছুর তূল্য।

এবার তবে পালাই ভারত
ধরতে পারলে কুপ
সব শুনিলেও বলতে মানা
থাকো এবার চুপ।