বিঃ দ্রঃ
কবিতাটি কবি শ ম শহীদের " বকশিস চাই" কবিতায় মন্তব্য করতে গিয়ে রচিত।তাই কবিকেই উৎসর্গ করলাম।
খই ভাজা কত্তো মজা
ফোটে বেশ ঠাসঠাস,
গরম ভাত ফেলে খোকা
পান্তা কেনো চাস?
বরশি ফেলে পুকুর থেকে
তুলিস সরপুঁটি,
হালকা ঝালে পাতলা ঝোলে
রাঁধবে ছোট্টটি।
পাড়ার ছেলে কাবাডিতে
দারুণ যে পটু
তাই না দেখে পড়শি মেয়ে
খায় লুটুপুটু।
সাঁতার কেটে জলে ভাসায়
কলাগাছের বোর,
রাঙাপ্রাতে খুকি হেসে
খোলে বাঁশের দোর।
পাড়াগাঁয়ের এসব কথা
শুনতে লাগে বেশ,
শৈশবের স্মৃতি গুলোর
কাটে না তার রেশ।