পাপস নামের রাম ঠাকুরে
মরছে শীতে গরমেও
বাচালতা ঘাটে ঘাটে
মরে তবু শরমেও।
নিউমোনিয়ায় ধরছে এমন
গরম ছাড়া বাঁচে না
যেদিক তাকায় চশমা পরেও
আগুন ছাড়া দেখে না।
গরীব দুঃখীর হাহাকারে
পুড়বে তোর ঐ বুকটা
ভগবানে নেবে কেড়ে
গদি আটার সুখটা।
হারামজাদা আগুন খেয়ে
আগুন হজম করিস
তোর কপালেও ঝুটবে দহন
আগুনেতেই মরিস।