থামবো না আর দেখি এবার
থামায় আমায় কে?
ভাঙছে হৃদয় ভাঙুক তবে
পিছু ডাকিস নে!

মন ভেঙেছে বিষাদ লাগে,
লাগুক যতো ইচ্ছে
এমন করেই বহুদূরে,  
আমায় টেনে নিচ্ছে।

বন্ধ দুয়ার খুলবো না আর
খুঁজিস না তার চাবি
ভালোবেসে কাছে রাখার
ছিলো মনের দাবি।

মনের ভেতর পাখির মতোন
বাঁধছিলি রে বাসা
মেঘের মতোই যাস হারিয়ে
তুই যে সর্বনাশা।

নানান রঙে রঙিন হস রে
রঙধনুরই মতো
বুঝলি না রে মনটা আমার
ভালোবাসি কতো!