তুই কি আমার মনের আকাশ!আঁধার ঘরের বাতি,
তোরে ছাড়া কাটে না তো আমার কোনো রাতি।
পৃথিবীটা নিথর দেহ তোর ছোঁয়া না পেলে
পরশ পাথর তুই যে আমার দে না ডানা মেলে।
আকাশ-বাতাস নাম জপে তোর পাখির কলতানে
মনের কথা বলি একা নিজের সুর ও গানে
নিকষ কালো মনটা রে তোর এই মনেরও কাছে
পাবি না তো হারিয়ে ধন বিশ্বজগত মাঝে।