পাখি ডাকা ভোর আলো ছড়াবেই
হয়তো রবো না সেই শুভদিনে
পাবে না আমায় দূরের আকাশে।
বাতাসের কানে খবর পাঠাবে
ফিরবো না তবু।
আমি ভালো আছি! তুমিহীনা প্রিয়,
একা যতোটুকু ভালো থাকা যায়।
কতোই ডেকেছি হাতছানি দিয়ে
পাইনি আজও তোমারই দেখা
ক্লান্ত দেহের ভাঁজে ভাঁজে রয়
দীর্ঘ নিশ্বাস!
অভিমানে যদি দূরে চলে যাও
জেনে রেখো তবে রচিত হবে না
কোনোই কবিতা,গল্প বা গান,
পৃথিবীর বুকে শুধু হাহাকার
প্রেম ভালোবাসা যুগে যুগে রবে
রবো না দুজন!