জলের ঢেউয়ে পাহাড় নাচে
তার উপরে মেঘ,
আকাশ কেমন পড়ছে হেলে
বন্ধুরা সব দেখ।
অপার লীলা দেখায় শরৎ
সবুজবীথির মাঝে,
মেঘগুলো সব থোকায় থোকায়
উড়ে সকালসাঁঝে।
কোথাও উঁচু কোথাও নীচু
বন্ধুরময় পথ,
প্রকৃতির রূপে মুগ্ধ হয়ে
জলেই ভাসায় রথ।
থেকে থেকে হঠাৎ শুনি
জলের কলতান,
একটু ডানে একটু বায়েঁ
চলছে অভিযান।
পাহাড়িয়া মানুষ গুলো
কতোই চমৎকার
বানরগুলো দেয় যে হানা
জ্বালায় বারেবার ।