এই শোন পাগলি
শুধু শুধুই রাগলি
এলোমেলো চুল
দিছিস আবার ফুল।
নাম কি রে তোর?
পথেই হয় ভোর?
হয়নি তোর বিয়ে
ঘোমটা মাথায় দিয়ে।
নেই নাক ফুল
কানে হীরার দুল
ঘুম এলেই ঘুমাস
তোর নাকি দুমাস।
মন বুঝিস?
কাকে খুঁজিস?
তারে আর পাবি না
এটা কারো দাবি না।
ওরা কি আর মানুষ?
রঙের ফানুস।
পুশুর স্বভাব
মনুষ্যত্বের অভাব।
ভাবতে গেলে
চোখে জল
তাতে নেই
কোনো ফল।
কি আর করবি?
ধুঁকে ধুঁকে মরবি?
ওদের নাই ডর ভয়
এদের মানুষ কয়?
যা যা ফিরে যা
আকাশপানে চা
আছে একজন
সেই আপনজন।