বেঁচে থাকার জন্য অক্সিজেনের মিশ্রণে চাই তোমাকে
শ্বাস গ্রহণের সময় বায়ু এবং তোমার এ ভালোবাসা
মিলে-মিশে আমাকে সচল করে দেবে,যা হবে মধুময়।

আমি হবো খোলা আকাশে মুক্ত বিহঙ্গ,শুভ্র
মেঘের মতো ভেসে যাবো দূরের থেকেও দূর
এক অপার সৌন্দর্যে আমাকে ঘিরে রেখো।    

দেহের প্রয়োজনীয় পুষ্টির সাথে চাই তোমার মৃদুহাসি
মায়াবী চাহনি আর প্রেমোময় স্বপ্ন রাশি রাশি।
তোমার মনাকাশের নীচে হবো ফসলের মাঠ।
  
তপ্ত দুপুরে দেবে কামনার জলে ডিউটেরিয়াম
অক্সাইড, কৃষাণীর বুকে বেড়ে উঠবে সোনালী ফসল;
জীবনের কিছুটা সময়ের সাক্ষী হোক এই পৃথিবী।