যখন আমি নিউক্লিয়ার বা কেন্দ্রিকা হিসেবে নিজেকে ভাবছি
ঠিক তখনই তুমি নিওক্লিওলাস হয়ে ঘনীভূত হয়ে এলে
হৃদয়ের সর্বশেষ কোঠরে স্থান করে নিলে, কেন্দ্রিকাণু রূপে ;
ক্রোমোজোমগুলোও আরও সক্রিয় ভূমিকায় অটল রইল।
বুকের গহীনে আবর্তন করে নিউক্লিক এসিডকে
আরও মজবুত করে,মনের প্রোটিন গুলোকে সংশ্লেষ করো,
মনের অজান্তে আমিই হলাম তোমার একমাত্র নিউক্লিয়াস;তাই
তুমিই আমার প্রাণনাথ নিওক্লিওলাস।