বাহ! কী দারুণ বাগ!
নীলাকাশের নীচে
ফুলে ফলে পোয়াতি সময়
বিস্তার করে বীচে।
মন জুড়ানো শ্যামল ছায়ায়
কতো বিহগ ডাকে
কাঠবিড়ালির সুখের খবর
মধু মাসই রাখে।
বিমল মনের পবিত্রতা
ছড়ায় অহর্নিশ
কেউ রাখে না পেছনের খবর
করে না তো আশীষ।
নানানরকম বৃক্ষের দেখা
কাক ডাকা ভোরে
গহীন মনের ভালোবাসা
দিলাম তাতে মোড়ে।