আকাশের নীলে বেদনারা কাঁদে ছলনায় বুঝি!
বুকের জমিনে অন্ধ মোহতে অগোচরে খুঁজি,
রেখেছিলাম যা অতীব যতনে শুদ্ধ মায়ায়
আকাশে বাতাসে ঘিরে রাখি তারে বিমল ছায়ায়।
যুগে যুগে তারা ঘুরে ফেরে আসে মেঘের ভেলায়
কখনো কাঁদায় কখনো হাসায় নিঠুর খেলায়,
কেউ কেউ তারে পূজার থালায় প্রসাদ বানায়
বিনিময়ে চায় শুধু ভালোবাসা তবুও হারায়।
প্রাণের কথায় মনের ব্যথায় অচেতনতায়
পণ করেছি তা, বেঁচবো বলেই বিবর্ণতায়,
একটু সময় সুখের বায়না আমায় ভাসায়
পরাণ যখন বারেবারে কাঁদে, তার ভাবনায়।