বঙ্গবন্ধু একজন নেতা বাংলার মাটি চেনে
আজও কাঁদে বাঙালিরা নেতা তারেই মানে
মাটির লাগি দিয়েছে প্রাণ মহামানব তারে কই
তুমিহীনা বাংলা কাঁদে কষ্ট করে হইচই।
তর্জনীর নখ ধারালো এক তীরের কথা কয়
মা জননী খোকা বলে পথেই পড়ে রয়
জেগে উঠার এসেছে দিন ঘুমিয়ো না আর
বাংলায় তোমার চলছে কী আজ! খুলো বন্ধ দার।
০২/১১/২০২৩
ক্যান্টনমেন্ট,ঢাকা