বীরের বেশে চলি ফিরি
আমি মহানেতা
বুকে আমার নেই যে সাহস
দলের বলে নেতা।
খাদক আমি সবই খাই
সর্বভুক এক প্রাণী
তেলবাজিতে ভীষণ পাকা
তারেই দলে টানি।
মাছ খাই গাছ খাই
খাই লাল রক্ত
জোড় আছে যার
মল্লুকটা তার
আমি তারই ভক্ত।
আগুন খাই ফাগুন খাই
খাই নিজের চরিত্র
ভুলে যাই সব আছে এক রব
তিনি মহান পবিত্র।