করলে শুরু আর থামে না
আমাদের নাভান বেটা
বলে এমন পাকনা কথা
বয়সী এই জেঠা।

সব কথাতে ভুল ধরে সে
ইচ্ছে মতো চলে
নিজের প্রতি আস্থা বেশি
নিজের কথাই  বলে।