ইচ্ছে ঘুড়ি ছুটলো এবার
আমার নানা বাড়ি
ফোঁটায় ফোঁটায় ভরছে নাকি
খেজুর রসের হাঁড়ি।
মায়ে আমার বাপের বাড়ি
ডাকছে ওরে আয়
চার বোনেতে মিললো শেষে
মামা বাড়ির গায়।
খুশির দোলা জাগলো মনে
উড়ছি ডানা মেলে
দুই ভাই আবার যুক্ত হলো
ভাই ভাবীদের ফেলে।
ময়মনসিংহের গফরগাঁও এ
অনেক বছর পর
উড়ুউড়ু মনে যে এবার
বাঁধলো সুখের ঘর।